বিএনপির সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে নেমে বিরোধী দলের মতো আচরণ করছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
খসরু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন থামাতে ব্যর্থ হবে আওয়ামী লীগ।
বিএনপি নেতা বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মনে হয় বিরোধী দলে পরিণত হয়েছে। তাদের ভূমিকা দেখলে মনে হয় আওয়ামী লীগ ক্ষমতাসীন দল নয়, বিরোধী দল।’
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলে, আওয়ামী লীগও ‘শান্তি সমাবেশ’সহ পাল্টা কর্মসূচি দেয়।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা বলতে চাই, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া যাবে না। লাখ লাখ মানুষ রাজপথে নেমেছে এবং এটা প্রমাণিত হয়েছে যে, গুলি করে, হত্যা করে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও কাল্পনিক মামলায় ফাঁসিয়ে গণজোয়ার থামানো যায় না।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ বিএনপির ১০ দফা দাবি আদায় এবং সমস্ত ইউটিলিটি পরিষেবাগুলো ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
আরও পড়ুন: রাজধানীতে ৯ ও ১২ ফেব্রুয়ারি আরও দুটি পদযাত্রার ঘোষণা বিএনপির
বিরোধী দলের কর্মসূচির বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশের কথা উল্লেখ করে খসরু প্রশ্ন তোলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা শান্তি নিশ্চিত করতে রাজপথে নেমে আসায় সরকার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভেঙে দিয়েছে কিনা।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন স্বতন্ত্র রাজনৈতিক কর্মসূচি দিয়ে জনগণকে আকৃষ্ট করা যাচ্ছে না। তাই তারা বিএনপির কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করছে।
বিএনপি নেতা বলেন, ‘আমরা বলতে চাই আপনারা এখন মানুষের কাছে হাসির পাত্র হিসেবে পরিচিত, আপনারা যতই পাল্টা কর্মসূচি দেন, শান্তি সমাবেশ করেন এবং
জনগণের সম্পদ রক্ষার কথা বলেন না কেন। দেশের মানুষ আপনাদের কর্মসূচি দেখে হাসে।’
তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন পুলিশ, র্যাব, বিজিবি ও আদালতের আশ্রয় নিচ্ছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবেও আপনারা পরাজিত হয়েছেন।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দুর্নীতি ও লুটপাট করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, যারা দেশের সম্পদ লুণ্ঠন করছে এবং বিদেশে অর্থ পাচার করছে তাদের ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং তাদের অর্থ দেশে ফেরত আনতে হবে।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত