সরকার নিজেই একটি ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করেছে এবং সেই সিন্ডিকেটই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সংসদের সাবেক চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক।
তিনি বলেন, ‘হায়, আওয়ামী লীগ... তারা ঔদ্ধত্যের সঙ্গে কথা বলে... তাদের কোনো লজ্জা নেই। তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের কথা বললেও আড়ালে একটি সিন্ডিকেট তৈরি করে।’
এক মানববন্ধনে বিএনপির এই নেতা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে ব্যবসায়ী সিন্ডিকেট যে টাকা আয় করে, তার একটা অংশ সরকার পায়।
বিএনপির এই নেতা বলেন, ‘সিন্ডিকেটের সেই টাকা দিয়ে আপনারা (আওয়ামী লীগ নেতারা) মালয়েশিয়া, কানাডা, ব্যাংকক, সিঙ্গাপুরে ঘরবাড়ি নির্মাণ করে ব্যবসা করবেন, অথচ বাংলাদেশের দরিদ্র মানুষ এক কেজি তো দূরের কথা, একটা ডিম, এক কেজি মাংস কিনেওও খেতে পারবেন না। তবুও তারা (সরকার) ঔদ্ধত্য দেখাচ্ছে।’
আরও পড়ুন: হুমকি সত্ত্বেও বিএনপি আন্দোলন চালিয়ে যাবে: জয়নুল আবেদিন ফারুক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেপ্তার বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে 'স্বাধীনতা অধিকার আন্দোলন'।
জাতীয় সংসদে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক বলেন, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মানুষকে শান্তিতে ঘুমানোর সুযোগ দিতে পারছে না এবং যারা মেগা প্রকল্পের নামে ও উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করছে, তাদের লজ্জিত হওয়া উচিত।
তিনি বলেন, 'আপনাদের (আওয়ামী লীগ নেতাদের) মুখ বন্ধ রাখা উচিত। অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ এটা জনগণের সরকার নয় এবং জনগণের ভোটে সরকার গঠিত হয়নি।’
আরও পড়ুন: প্রিপেইড গ্যাস মিটারের ভাড়া দ্বিগুণ করার সিন্ধান্তের নিন্দা বিএনপির
আওয়ামী লীগের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ায় বিএনপিকে ছোট করে কোনো মন্তব্য না করতে ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি আহ্বান জানান ফারুক।
তিনি বলেন, ‘আমাদের দুর্বল ভাববেন না। আমরা সৎ হিসেবে শক্তিশালী এবং অতীতে আমরা সততার সঙ্গে সরকার পরিচালনা করেছি।’
ফারুক বলেন, যদিও আমাদের দলের নেতাকর্মীরা কঠিন সময় পার করছে, তবুও সরকারের পতন নিশ্চিত করতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে চলমান আন্দোলন চালিয়ে যাব।’
আরও পড়ুন:৭ জানুয়ারির নির্বাচন নিয়ে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা বিএনপির