আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পূর্বঘোষিত শান্তি সমাবেশ এখন বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার অনুষ্ঠিত হবে।
বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠটি সমাবেশের উপযোগী না হওয়ায় সমাবেশ একদিনের পিছিয়ে দেওয়া হয়েছে।
বিএনপি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।
বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের মঞ্চ নির্মাণের কাজ স্থগিত করা হয়েছে।
উন্মুক্ত স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে। তারা বিভিন্ন মাঠ পরিদর্শনও করেছেন। সবশেষে রাজধানীর আগারগাঁওয়ের প্রাক্তণ বাণিজ্য মেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
আরও পড়ুন: আন্দোলনে জননিরাপত্তা বিঘ্নিত হলে দায় বিএনপিকেই নিতে হবে: কাদের
এদিকে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, পুলিশ বিএনপিকে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি। ‘বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় আমরা তাদের গোলাপবাগ মাঠ বা অন্য কোনো মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছি।’
ডিএমপি ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে তাদের নির্ধারিত সমাবেশ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে না করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা মহানগর নাট্যমঞ্চে করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: জনদুর্ভোগ বা সম্পত্তি নষ্ট হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আসাদুজ্জামান