জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির পরিপ্রেক্ষিতে ‘শাপলার কলি’ প্রতীকটি অন্তর্ভুক্ত করে ১১৯টি নির্বাচনী প্রতীকের সংশোধিত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে সই করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সংশোধিত সূচি অনুযায়ী, নতুন করে ২০টি প্রতীক যুক্ত করা হয়েছে এবং পুরোনো ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে।
নতুন যুক্ত হওয়া প্রতীকগুলো হলো— উট, চিরুনি, মশাল, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ি, কলের পানি, পালকি, ফলের ঝুড়ি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী ফুল, রেলইঞ্জিন ও হ্যান্ডশেক।
অন্যদিকে, বাদ দেওয়া প্রতীকগুলো হলো— কলা, খাট, উটপাখি, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, ঢোল, তরমুজ, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস ও ফুলের টব।
এর আগে ইসি ১১৫টি প্রতীকের একটি তালিকা প্রকাশ করেছিল, যেখানে ‘শাপলার কলি’ অন্তর্ভুক্ত ছিল না। অথচ দলটি নিবন্ধনের আবেদন করার পর থেকেই ‘শাপলা’ প্রতীক বরাদ্দের জন্য বারবার দাবি জানিয়ে আসছিল।