উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আবারও ভোট দেয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার(২০ অক্টোবর) বিকালে মাগুরার মজা গুরা নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিকল্প দেশে খুঁজে পাওয়া যাবে না। তার সরকারের উন্নয়ন শুধু দেশবাসীর কাছে নয়, সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনা যা বলে, তা করে দেখায়। দেশের এ অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।
আরও পড়ুন: ২৮ অক্টোবর বিএনপির পতন যাত্রা শুরু হবে: তথ্যমন্ত্রী
তিনিা বলেন, দেশের এ উন্নয়ন ব্যাহত করতে স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে, যা নতুন নয়। এ ষড়যন্ত্র কোনো দিনই বাস্তবায়ন করতে পারবে না। বিএনপি- জামায়াত দেশে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য দেশে বিদেশে চক্রান্তে লিপ্ত। তাদের যে কোন অরাজকতা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।
তিনি বলেন, শেখ হাসিনার আমলে সকল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আগামী নির্বাচনও সুন্দর সুষ্ঠুভাবে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। তিনি সকল দলকে অরাজকতার পথ পরিহার করে নির্বাচনে আসার আহবান জানান।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুশীদ হায়দার টুটুল প্রমুখ।
আরও পড়ুন: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী