ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (৮ মে) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘প্রকৃত সংখ্যা পরে জানা যাবে। বৃষ্টি ও ফসল কাটা নিয়ে ব্যস্ততার কারণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছে।’
কয়েকটি অপ্রীতিকর ঘটনা ছাড়া উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান সিইসি।
তিনি বলেন, 'ঘটনার খবর পেয়ে নির্বাচন কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নিজ নিজ দায়িত্ব পালনের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিল।’
ভোটাররা আসতে পেরেছেন কি না, ভোট দিতে পেরেছেন কি না, কোথাও কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখাই ইসির কাজ। তিনি বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালনে সফল হয়েছি।’
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৫৯ জেলার ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৪১৭টি পদের বিপরীতে প্রায় ৫৭০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৬৩০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ধাপের উপজেলা নির্বাচনে ২ কোটি ৮০ লাখের বেশি ভোটার রয়েছে।