রমজান মাসের প্রথম দিন এতিম ছাত্র ও আলেম-ওলামাদের (ইসলামী আলেমদের) জন্য ইফতার পার্টির আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে শতাধিক এতিম ও কয়েকজন আলেম-ওলামাদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা অতিথিদের স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
২০১৮ সালে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রতি বছর রমজানের প্রথম দিনে এতিম ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে ইফতার করতেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ফখরুল বলেন, তাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া প্রতি বছর রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে ইফতার করতেন। ‘আমরা এই দিনে তার অনুপস্থিতি অনুভব করি।’
এছাড়া তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও 'মিথ্যা' মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বিদেশে অবস্থান করছেন বলে জানান তিনি। ‘এটা বলা যায় যে আমরা ভারাক্রান্ত মন নিয়ে এই ইফতার মাহফিলে যোগ দিয়েছি।’
ফখরুল বলেন, সব পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ‘সারা দেশে মানুষ শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাস করছে। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদেরকে সেই শক্তি ও সামর্থ্য দেন যাতে জনগণকে সম্পৃক্ত করে সংগ্রামের মাধ্যমে তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করে আনতে পারেন।’
ইফতারের আগে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশ ও জনগণের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ইফতার পার্টিতে যোগ দেন।