সকল রাজনৈতিক শক্তিকে দোষারোপ ও কাদা ছোঁড়াছুঁড়ি পরিহার করে গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমি সকলের প্রতি আহ্বান জানাতে চাই—আসুন আমরা একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করি। আমাদের এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার সুযোগ এসেছে। আসুন আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে এবং মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একসঙ্গে কাজ করি। ইনশাআল্লাহ, আমরা সফল হব।’
সোমবার (৪ আগস্ট) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইইবি)‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার অব্যক্ত কথা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টির জন্য একটি ষড়যন্ত্র অব্যাহত থাকায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ফখরুল।
তিনি বলেন, ‘আজ, একটি ষড়যন্ত্র চলছে, দেশে আবারও অস্থিতিশীলতা তৈরির জন্য একটি ষড়যন্ত্র চলছে, দেশে একটি ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ সুষ্ঠুভাবে না ঘটে।’
পড়ুন: নেতৃত্ব দিতে হলে বিএনপিকে জনগণের আস্থা অর্জন করতে হবে: তারেক
বিএনপি নেতা বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং জনগণ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, যা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ‘এখন অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের এই (অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামো) ভিত্তি তৈরি করে পুনর্গঠন করে এগিয়ে যেতে হবে,’ বলেন তিনি।
ফখরুল বলেন, ঐতিহাসিকভাবে, বিএনপি যতবারই দেশ এবং এর অর্থনীতি ধ্বংস হয়েছে ততবারই দেশ এবং এর অর্থনীতি পুনর্গঠনে এগিয়ে এসেছে। ‘আবারও মনে হচ্ছে বিএনপিকে সেই দায়িত্ব কাঁধে তুলে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’
ফখরুল বাংলাদেশ পুনর্গঠনের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গিকে মার্টিন লুথার কিং-এর ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের অনুরূপ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান আমাদের যে পথ দেখাচ্ছেন, অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে তিনি যে কথা বলছেন... যখন আমি দেশের সামনে যে স্বপ্ন উপস্থাপন করছেন- তা শুনি, তখন একটি জিনিস মনে আসে এবং তা হলো মার্টিন লুথার কিং-এর ঐতিহাসিক কথা... ‘আই হ্যাভ এ ড্রিম’।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান একটি স্বপ্ন। ইনশাআল্লাহ, আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাব এবং আমরা জয় করব, ইনশাআল্লাহ।’
আরেকটি নাটক শুরু হচ্ছে: মির্জা আব্বাস
এদিকে, অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার নির্বাচন বিলম্বিত করার জন্য একটি ‘বানোয়াট নাটক’ পরিচালনা করছে।
তিনি বলেন, ‘আমরা শুনেছি মাজেদ অথবা সাজেদ নামে একজন মেজর সরকারকে অস্থিতিশীল করার জন্য অথবা দেশে কোনো ঘটনা ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে। আমরা এই ধরনের কৌশল বুঝতে পারি। তারা নির্বাচন বিলম্বিত করতে একটি নাটক শুরু করেছে।’
পড়ুন: জুলাই সনদে যেকোনো সময় সই করতে প্রস্তুত বিএনপি: সালাহউদ্দিন
মির্জা আব্বাস বলেন, এদেশের মানুষ তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ১৭ বছর ধরে লড়াই করেছে। ‘আমাদের এই সরকারের কাছ থেকে এই অধিকারটি উপলব্ধি করতে হবে। সরকারের ভেতরে বা বাইরে যে ষড়যন্ত্রই করা হোক না কেন, বিএনপি কোনো ষড়যন্ত্রকে অপ্রতিরোধ্য মনে করে না।’
বিএনপি নেতা বলেন, প্রয়োজনে তারা তারেক রহমানের নেতৃত্বে আরও ১৭ বছর সংগ্রাম করতে প্রস্তুত। তবে এদেশে কোনো স্বৈরাচারী শাসনকে শিকড় গাড়তে দেবে না।
জুলাইয়ের অভুত্থানের সময় নিহত ৭৮ জন যুবদল কর্মীর পরিবারের সদস্যদের সম্মাননা দিয়েছে বিএনপি। পরিবারগুলোকে আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা হস্তান্তর করেন বিএনপি মহাসচিব।