প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রিটার্নিং অফিসারকে ভোট কেন্দ্রের ভেতরের দায়িত্ব নিতে হবে এবং তিনি ব্যর্থ হলে প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ বাতিল করতে পারেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করবে তবে ভোটকেন্দ্রের ভেতরে কোনো অনিয়ম হলে তার দায়ভার রিটার্নিং কর্মকর্তাকে নিতে হবে। ভোটে কারচুপি বা অনিয়ম হলে প্রিজাইডিং অফিসারকে সেই ভোট কেন্দ্রের ব্যালটিং বাতিল করতে হবে।’
রবিবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে টাউন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রচারসহ নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, কোনো ভোটকেন্দ্রে কোনো অনিয়ম দেখা গেলে ভোট গ্রহণ স্থগিত করতে হবে।
তিনি আরও বলেন, ভোট কারচুপি ও ব্যালট ভরাডুবি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রের বাইরে আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৫-১৬ সদস্য মোতায়েন করা হবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমার সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক শাহা আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।