কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে একে অপরের বিরুদ্ধে দাখিল করা দুটি আপিল আবেদনের শুনানি শেষে কমিশন এই সিদ্ধান্ত জানায়।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে কমিশন আজ (শনিবার) বিকেলে উভয় আবেদনের শুনানি গ্রহণ করে এই আদেশ দেন।
এর আগে, ৯ জানুয়ারি একে অপরের মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। কুমিল্লা-৪ আসনে তারা একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ইসি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদনের শুনানি করে নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত, আর ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ।