কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ৬ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বুধবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ আহ্বান জানান।
শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: বায়তুল মোকাররমের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
তিনি বলেন, কোটা সংস্কারে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। সরকারকে এই যৌক্তিক দাবি মেনে নিতে হবে।
জিএম কাদের বলেন, ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ শান্তিপূর্ণ অহিংস আন্দোলন করছিল। পুলিশ তাকে নির্মমভাবে গুলি করে। এই নৃশংস হত্যাযজ্ঞের ভিডিও বিশ্ববাসী দেখেছে।’
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।’
এসময় সহিংসতায় আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার দাবিও জানান জাপা প্রধান।