বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রখ্যাত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
খালেদা জিয়ার গুলশানের বাসায় সাক্ষাৎ শেষে আনসারী সাংবাদিকদের বলেন, 'বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি তার সঙ্গে কাজ করতাম, তার এপিএস হিসেবে দায়িত্ব পালন করতাম। আমি ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানাতে এসেছি এবং তার মনোবল এখনও বেশ দৃঢ় দেখতে পেয়েছি।’
তিনি আরও বলেন, প্রায় এক দশক পর হওয়া এই সাক্ষাতেও তিনি জনগণের প্রতি খালেদা জিয়ার সহানুভূতি ও ভালোবাসা স্পষ্ট দেখতে পেয়েছেন।
জনগণের দোয়ায় বিএনপি চেয়ারপারসন শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন আনসারী।
তিনি বলেন, বিদেশে খালেদা জিয়ার অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যাদের মধ্যে মার্কিন কংগ্রেসম্যান ও সিনেটরও রয়েছেন, যারা নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
তিনি বলেন, 'আজ আমি খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পেরেছি, এখন তাদের জানাতে সুবিধা হবে।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আনসারী বলেন, তাকে মানসিকভাবে শক্ত মনে হয়েছে। ‘তিনি আমাকে বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বহু মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন, কষ্টের সম্মুখীন হয়েছেন, এমনকি গুমের শিকার হয়েছেন।’
গণমাধ্যমের স্বাধীনতার একনিষ্ঠ প্রবক্তা ও নির্ভীক সাংবাদিকতার জন্য সুপরিচিত মুশফিক গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন।
বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে জাস্টনিউজবিডির হোয়াইট হাউস ও জাতিসংঘের সংবাদদাতা হিসেবে কাজ করছেন।
পাশাপাশি তিনি মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক ম্যাগাজিন সাউথ এশিয়া পারস্পেকটিভসের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আনসারী তার কাজের মাধ্যমে ধারাবাহিকভাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে জালিয়াতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ তুলে ধরেছেন।