আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আসতে হবে।
এ কে এম শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্সে সমাবেশে তিনি বলেন, 'বড় দলে আসুন এবং নৌকায় ভোট দিন। গণতন্ত্র রক্ষার জন্য আমাদের শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার আগে এটাই ছিল তার শেষ জনসভা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ফাউল খেলায় ধরা পড়া লাল কার্ড নিয়ে পালিয়েছে।
তিনি বলেন, যারা স্বাধীনতাবিরোধী, যারা অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ তাদের জন্য কোনো স্থান থাকবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে আঙুল তুলে ওবায়দুল কাদের বলেন, 'আমরা কোনো হাওয়া ভবন চাই না। আমাদের লড়াই লুটপাটকারীদের বিরুদ্ধে ও দুর্নীতির বিরুদ্ধে।’
বিএনপিকে ভূযা দল উল্লেখ করে তিনি বলেন, দলের মতোই তাদের আন্দোলনও ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
দলের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জের নেতারা বক্তব্য রাখেন সমাবেশে।
অনুষ্ঠানস্থলটি নৌকার সমর্থকে পরিপূর্ণ ছিল। এ কারণে বিপুল লোক বাইরে থেকে নেতাদের বক্তব্য শুনছিলেন।