নগরীর লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে এ অভিযোগপত্র দাখিল করা হয়।
আদালতে অভিযোগপত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, অভিযোগপত্রে মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতাকে ছুরিকাঘাত, ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেপ্তার
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন।
সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ২০১৯ সালের ৪ আগস্ট দিদারুল আলম মাসুমকে ঢাকা থেকে গ্রেপ্তার করার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। গ্রেপ্তারের পর থেকে মাসুম বিচারিক হেফাজতে রয়েছেন।
এদিকে, ২০২০ সালের ২০ জানুয়ারি খুলশী এলাকার ইস্পাহানি মোড় থেকে হত্যার অভিযোগের মূল সন্দেহভাজন জাহেদুর রহমান জাহেদকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ওইদিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশের উপর জাহেদ ও তার অনুসারীদের হামলার পর পুলিশ টহল দল তাদের ধাওয়া করে।
অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে জাহেদকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ওই হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদ লালখানবাজার ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের অনুসারী।
আরও পড়ুন: চট্টগ্রামের ২৮ মামলার আসামি সন্ত্রাসী নুরু গ্রেপ্তার