মঙ্গলবার সকালে চাঁদপুর সিনিয়র চীফ জুডিসিয়্যাল মেজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামাল হোসেন তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিন আসামির মধ্যে রয়েছে- মো. মুনসুর খান (৩৫), মোস্তফা খান কালু (৪৯) ও মো. সুমন খান (৩৫)। আসামিরা সবাই উপজেলা সদরের কুমারডুগী এলাকার বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান, ভুট্টো হত্যা মামলার এজহার নামীয় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদে জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে ভার্চুয়াল আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ১৮ মে সন্ধ্যায় বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টোর ওপর হামলা করে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।