ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর এসব নেতারা বিভিন্ন পথসভা, লিফলেট বিতরণ করে চাঁদপুরের সর্বস্তরের জনগণের কাছে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
পরে বিকাল সাড়ে ৫টায় রহমতপুর আবাসিক এলাকায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় জিল্লুর রহমান জুয়েলের সমর্থনে ভোট চেয়ে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া দুলাল, চবির সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, চবির সাবেক ছাত্রলীগ সভাপতি সেলিম রেজা সৌরভ ও মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
বক্তব্যে মেয়র প্রার্থী চাঁদপুর পৌরসভা নিয়ে তার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তার সাবেক সহযোদ্ধাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাটি পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রলীগ নেতা কাজী মো. দিলজেব কবির রিপন।