নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের শওকত হোসেন ভূঁইয়া, বিএনপির মো. আলমগীর খান, এলডিপির জামসেদ আহমেদ, ইসলামী আন্দোলনের কাজী রেজাউল করিম ও স্বতন্ত্র হিসেবে মো. শামিম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: শৈলকুপায় ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮
এছাড়া, সাধারণ কাউন্সিলর পদের জন্য ৪০ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন ভোটের লড়াইয়ে আছেন।
শুক্রবার চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবীব এসব তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: পৌর নির্বাচন: ছাতকে প্রথম নারী মেয়র প্রার্থী
পৌর সভার ৩১ হাজার ৮৪৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।
ভোটকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিন স্তরের ব্যবস্থা নেয়া হবে। র্যাব, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হবে।
আরও পড়ুন: পৌর নির্বাচন: মাগুরায় কাউন্সিলর প্রার্থীর উপর হামলার অভিযোগ
এদিকে, নিজের পক্ষে সমর্থন আদায়ের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নসহ ভোটারদের বিভিন্ন দাবির মুখে ওয়াদা দিচ্ছেন তারা।
আরও পড়ুন:পৌর নির্বাচনে বিএনপিকে ভোটাররা প্রত্যাখান করেছেন: স্বাস্থ্যমন্ত্রী
গত ২০ ডিসেন্বর পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা পড়ে। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৯ ডিসেন্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়।