প্রতিদ্বন্দ্বী
দ্বাদশ সংসদ নির্বাচন: সরে দাঁড়ালেন ৩৪৭ প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ১৮৯৬ জন
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪৭ জন প্রার্থী নিজেদের ইচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার বিকাল ৪টায় প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে।
এর মধ্য দিয়ে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১ হাজার ৮৯৬ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রবিবার (১৭ ডিসেম্বর) রাতে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন , 'মোট ৩৪৭ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে উল্লেখ করে তিনি বলেন, পাঁচজন প্রার্থীর প্রার্থিতা স্থগিত রয়েছে।
নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন বর্জন করছে।
আরও পড়ুন: জাতীয় পার্টি ও শরিকদের সঙ্গে ৩২টি আসন ভাগাভাগি আওয়ামী লীগের
রিটার্নিং কর্মকর্তারা সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। এরপর প্রার্থীরা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে ৫ জানুয়ারি (সকাল ৮টা) পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুই হাজার ৭১৬ জন মনোনয়নপত্র জমা দেন।
কিন্তু রিটার্নিং কর্মকর্তারা ১-৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র গ্রহণ করেন এবং ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি সম্পন্ন হওয়ায় প্রায় ২৭০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এছাড়াও, কমিশন পাঁচ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। যাদের মনোনয়নপত্র আগে রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে বাইরের কোনো চাপ নেই: ইসি আলমগীর
১ বছর আগে
চীন ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না: রাষ্ট্রদূত লি
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, এই অঞ্চলে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তার দেশ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।
তিনি বলেন, ‘আমরা একটি প্রতিশ্রুতিশীল দৃষ্টিভঙ্গির পূর্বাভাস দেখছি (বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে)। আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
রাষ্ট্রদূত লি বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে চীন বাংলাদেশের মতোই একই মত পোষণ করে এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের জন্য সংলাপ ও আলোচনার গুরুত্ব তুলে ধরে।
আরও পড়ুন: ডিক্যাবের নতুন সভাপতি লোটাস, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে রাষ্ট্রদূত লি বলেন, চীন রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য চেষ্টা চালাচ্ছে।
রাষ্ট্রদূত ঋণ ব্যবস্থাপনা, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে চীনা ঋণের কোনো ফাঁদ নেই। বিশ্বব্যাপীও চীনা ঋণের কোনো ফাঁদ নেই।’
তিনি আরও বলেন, চীন কখনোই দেশের মুসলমানদের বিরুদ্ধে কাজ করে না এবং তাদের কোনো গোষ্ঠীর প্রতি ঘৃণা বা বৈষম্য করার কোনো বিশেষ কারণ নেই।
লি বলেন, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর (উইঘুর মিডিয়াতে যা দেখা যায়)।’
আরও পড়ুন: ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা করবে: রাষ্ট্রদূত লি জিমিং
ভারত-চীন সম্পর্কের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা ভারতকে কখনোই কৌশলগত প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী হিসেবে দেখি না। ব্যক্তিগতভাবে, আমি ভারতের একজন বড় ভক্ত। অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আমরা আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করতে পারি।’
তিনি সমস্যা সমাধানের ‘এশিয়ান ওয়ে’ অনুসরণ করার ওপর জোর দেন।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এর ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আয়োজন করে। চীনা রাষ্ট্রদূতের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য দেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক ও ইউএনবির কূটনৈতিক সংবাদদাতা একেএম মঈনুদ্দিন।
আরও পড়ুন: কারিগরি সমস্যা হুবেই থেকে বাংলাদেশিদের আনার ক্ষেত্রে বাধা: লি জিমিং
২ বছর আগে
মানিকগঞ্জ প্রেসক্লাবের ছানু সভাপতি, বিপ্লব সম্পাদক ও মিহির যুগ্ম সম্পাদক নির্বাচিত
মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২৩) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু (জনকন্ঠ) টানা পঞ্চম বারের মতো সভাপতি, অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (সমকাল ) টানা চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম মিহির (ইউএনবি) দ্বিতীয় বারের মত যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ মিডিয়ার ওপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব
সভাপতি পদে ৪৩টি ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলী স্টার ) পেয়েছেন ১১টি ভোট। সাধারণ সম্পাদক পদে ৪৫টি ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (বাংলাভিশন) পেয়েছেন ৮টি ভোট।
সহ-সভাপতি পদে আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) ৪২ ভোট ও গাজী ওয়াজেদ আলম লাভলু (মাছরাঙ্গাটিভি ) ৩২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ২৮ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি ও ইউএনবি ), সহ-সম্পাদক রিপন আনসারী (মানবজমিন), কোষাধ্যক্ষ শাহিন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনাটিভি ), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (সম্পাদক সাপ্তাহিক তারুণ্যের কথা) ও দপ্তর সম্পাদক ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর)।
আরও পড়ুনঃ প্রেস ক্লাবকে সংঘর্ষের ঢাল বানানো অপরাধের শামিল: তথ্যমন্ত্রী
দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাব্বিরুল ইসলাম সাবু (কালের কন্ঠ), সহযোগী নির্বাচন কমিশন হিসেবে ছিলেন মতিউর রহমান (যুগান্তর) এবং আব্দুল মোমিন (প্রথম আলো)।
এর আগে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
৩ বছর আগে
২০২১ সালের অন্যরকম ৭টি বাংলা থ্রিলার সিনেমা
মহামারি করোনায় এই লকডাউন চলাকালীন সময়ে এমন কিছু বাংলা থ্রিলার মুভি আছে যা আপনি ঈদে উপভোগ করতে পারবেন। আপনি অব্যশই রহস্যের ছোয়ায় কিছু ভাল সময় উপভোগ করতে পারবেন।
যদিও গেলো বছরটি সিনেমা সংশ্লিষ্টদের জন্য তেমন একটা সুখকর ছিল না, তবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো সিনেমা নির্মাণের যথেষ্ট চেষ্টা করেছে। তেমনি কিছু উল্লেখযোগ্য সিনেমা সম্পর্কে ইউএনবি পাঠকদের জানানোর চেষ্টা করছি।
১. প্রতিদ্বন্দ্বী
ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২০২১ সালে ১লা জানুয়ারি। সময়সীমাঃ ১ ঘন্টা ৫১ মিনিট। আইএমডিবি রেটিং ৮.৮/১০
সিনেমার গল্পটি মূলত একটি কিডন্যাপিং কেস নিয়ে। পলাতক মাদক ব্যবসায়ী ধামানী, গোবিন্দা, রাজনৈতিক নেতা মায়া এবং ডাক্তার গুপ্তা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
ডাক্তার বক্সির বন্ধু সুকুমার সেন মেয়েকে হারিয়ে পাগল প্রায়। পরবর্তীতে ডাক্তার বক্সি স্কুল থেকে কিডন্যাপ হওয়া তার ছেলেকে খুঁজে বের করার জন্য সিদ্ধার্থ নামে একজন প্রাইভেট তদন্তকারীর দেখা পান। সিদ্ধার্থ আবার রাজনৈতিক নেতা মায়ার সাবেক প্রেমিক।
পরিচালক সপ্তর্ষী বসু সিনেমায় এসব গল্পকে একত্রিত করার চেষ্টা করেছেন। এখানে প্রত্যেকটি গল্পই একটির সাথে অন্যটি সম্পর্কযুক্ত। শ্বাশ্বত চ্যাটার্জি, রুদ্রনীল ঘোষ, সায়ণী ঘোষ, সৌরভ দাস এখানে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সবশেষে অবশ্যই চমক রয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ করোনার মধ্যে ঈদ, শাহরুখ-সালমানের শুভেচ্ছা
২. ট্যাংরা ব্লুজ
মিউজিকাল থ্রিলার ঘরানার ২ঘণ্টা সময়সীমার মুভিটি মুক্তি পেয়েছে এ বছরের ১৬ এপ্রিল। আইএমডিবি রেটিং ৮.৩/১০
জয়ী কলকাতার তরুণ কম্পোজার। যে কিনা বস্তির একটা তরুণ মিউজিকাল ব্যান্ড নিয়ে খুবই উচ্ছ্বসিত।
সঞ্জীব মন্ডল নামে এক শিল্পী যে কিনা আগে মাস্তান ছিল, সে জয়ীর জীবনটা পাল্টে দেয়। ইন্ডিয়া গট ট্যালেন্ট নামে একটি অনুষ্ঠানে সে বস্তির ছেলেদের নিয়ে তার ব্যান্ড কে সবার সামনে পরিচয় করিয়ে দেয়, যারা কিনা আর্থিক কারণে পড়াশোনার সুযোগ পায়নি। সেখানে নানা নাটকীয়তার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়। পরিচালক সুপ্রিয় সেন একটি আন্ডারডগ গল্প দ্বারা থ্রিলিং অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছেন।
৩. জানোয়ার
ক্রাইম থ্রিলার হিসেবে বাংলাদেশের ওয়েব ফিল্ম শিল্পে বেশ সুনাম অর্জন করেছে ‘জানোয়ার।’ ২০২১ এর ১৪ জানুয়ারি মুক্তি পাওয়া সিনেমাটির দৈর্ঘ্য ১ঘন্টা ১৭ মিনিট। আইএমডিবি রেটিং ৭.২/১০।
একটি সত্য ঘটনা নিয়ে তৈরি বাংলাদেশের ওয়েব ফিল্ম জানোয়ার। পরিচালক রায়হান রাফি ২৩ এপ্রিল ২০২০ এর ডাকাতি, গ্যাং রেপ এবং হত্যার ভয়ঙ্কর দিক তুলে ধরার চেষ্টা করেছেন।
সিনেমার রূপ দিতে গিয়ে পরিচালক যদিও গল্পের কিছুটা পরিবর্তন করেছেন. তবে মূল গল্প অভিন্ন রাখা হয়েছে।
রাহুল এলিনা শাম্মি এখানে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন এবং রাশেদ মামুন অপু ডাকাত দলের প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন। শিশু শিল্পী আরিয়া আরিত্রা দারুণ অভিনয় দিয়ে দর্শকের মন ছুয়েছেন। তাদের দক্ষ অভিনয় শৈলী দিয়ে গল্পকে আরো বাস্তব করে তুলেছেন।
সিনেমা নির্মাণের দিক বিবেচনা করলে বাংলাদেশের উন্নতি চোখে পড়বে এই সিনেমায়।
আরও পড়ুন: স্টুডিওতে নয় মহাকাশে বানানো হবে সিনেমা
৪. ট্রল
সাইকোলজিকাল থ্রিলার নিয়ে বাংলাদেশে কাজ কম হলেও, ১ ঘন্টা ৪৯ মিনিটের ‘ট্রল’ আপনাকে দেশি সিনেমায় নতুনত্বের স্বাদ দিবে। আইএমডিবি রেটিং ৭.২/১০।
ট্রল মূলত বাংলাদেশি সাইকো-থ্রিলার ওয়েব সিনেমা। যদিও ফ্রেন্ডদের মধ্যে ট্রল শব্দটি মজার অর্থে ব্যবহার হয়, কিন্তু সিনেমায় এটি খুব ভয়ঙ্কর ইনসাইট দেখিয়েছে।
পরিচালক সঞ্জয় সামাদ্দার এখানে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং নতুন তারকা তাসনিয়া ফারিনকে অভিনয় করিয়েছেন। এখানে দেখানো হয়েছে এক জনের খেলা কিভাবে অন্য জনের মৃত্যুর কারণ হতে পারে। যদিও ট্রেলার দেখে গল্পটি ভিন্ন মনে হবে কিন্তু পুরো সিনেমা দেখলে আসল টুইস্ট পাওয়া যাবে।
বাংলাদেশি সিনেমার গতানুগতিক নির্মাণকে ভেঙে দিয়েছে এই সিনেমার নির্মাণ। সিনেমায় শতাব্দী ওয়াদুদের অভিনয় ছিল অন্যবদ্য।
৫. ম্যাজিক
সাইকোলজ্যকাল থ্রিলার ঘরানার আরও একটি সিনেমা হল ‘ম্যাজিক’, যা মুক্তি পেয়েছে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি। সময়সীমা ২ ঘন্টা ৫ মিনিট। আইএমডিবি রেটিং ৭.১/১০।
গল্পটি মূলত শুরু হয়েছে ইন্দ্রা নামের এক ছেলেকে দিয়ে। যে কিনা খুবই বিষাদগ্রস্ত তবে ম্যাজিক নিয়ে খুবই আগ্রহী। কৃতি নামের এক মেয়ের প্রেমে পড়লে তার জীবন পুরোপুরি পাল্টে যায়। প্রেমে পড়ার পর তার মনে হতে থাকে কৃতির সাথে তার পূর্ব জন্মের কোনও যোগাযোগ ছিল। তখনি গল্পে একটি ভিন্ন মোড় দেখা দেয়।
পরিচালক রাজ চন্দ্র এখানে রোমান্স, রহস্য, থ্রিলারের মাধ্যমে গল্পটি তুলে ধরেছেন। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। এই গল্পের ম্যাজিক সহজেই ধরা যাবে না। এটি মূলত সত্যের উপ নির্মিত একটি সামাজিক সিনেমা।
আরও পড়ুন: ঈদে প্রকাশ পেল এরসের ‘উড়তে চাই’
৬. চক্রব্যূহ
এ বছরের ২৯ মার্চ মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার ২ ঘন্টা ১০ মিনিট সময়ে আপনাকে রহস্যের স্বাদ দিয়ে যাবে।
কলকাতায় দিনে দুপুরে তিন মেয়ে অপহরণ হয়। একজন শহরের বিখ্যাত মন্ত্রীর মেয়ে, অন্যজন ব্যবসায়ীর মেয়ে অন্যজন বিখ্যাত সাংবাদিকের মেয়ে। পুলিশ অপহরণকারীদের খোঁজ করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় তার কোনও প্রকার অর্থ দাবি করে না। অপহরিত তিন মেয়েকে গভীর জঙ্গলে তাবুতে রাখা হয়। পালাতে চেষ্টা করেও তারা পালাতে পারে না। কিন্তু কিছু দিনের মধ্যে তারা বুঝতে পারে একটি প্রতিবাদের অংশ হিসেবে তাদের অপহরণ করা হয়েছে। এরপর ধীরে ধীরে প্রতিবাদটি সামনে আসে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পার্থ সারথী জুয়ারদার এবং মূল ভূমিকায় অভিনয় করেছেন সাহেব ভট্যাচার্য, রূপসা মুখার্জি, শবনম, সুদীপা চক্রবর্তী এবং রাজেশ শর্মা।
৭. ফ্লাইওভার
টানটান রহস্যের স্বাদ পেতে চাইলে ২ এপ্রিল মুক্তি পাওয়া ২ ঘণ্টার এই সিনেমাটি ঝটপট দেখে ফেলতে হবে। আইএমডিবি রেটিং ৪.৮/১০
মূলত অভিনেত্রী কোয়েল মল্লিককে নিয়ে এই সিনেমা। এখানে বিদিশা নামে এক সাংবাদিকের গল্প বলা হয়েছে যে কিনা ট্রাফিক নিয়ম ভঙ্গ নিয়ে একটি গল্প লিখে। একদিন রাতে এক খুনের দায়ে সে গ্রেপ্তার হয়। কোয়েল মল্লিককে এখানে এক সাহসী নারীর ভূমিকায় দেখানো হয়েছে যে কিনা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জয়লাভ করে।
এটি মূলত কন্নড় ভাষার সিনেমা ইউ-টার্ন এর রিমেক। যদি ইউ-টার্ন দেখা থাকে তবে এই সিনেমায় নতুন কিছু আশা করা যায় না। তবে নতুন দর্শক হলে বাংলা থ্রিলার মুভি হিসেবে এই সিনেমাটি দেখাই যায়।
এছাড়াও আরও বেশকিছু সিনেমা রয়েছে তবে এটা মূলত থ্রিলার বাংলা সিনেমার একটি লিস্ট। গল্পগুলো অব্যশই আপনার মুহূর্তগুলোকে রোমঞ্চকর ও আনন্দদায়ক করে তুলবে।
৩ বছর আগে
চান্দিনা পৌর নির্বাচন: মেয়র পদে জন্য লড়ছেন ৫ প্রতিদ্বন্দ্বী
দ্বিতীয় দফায় দেশের ৬২ পৌর সভায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৬ জানুয়ারি চান্দিনা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে।
৩ বছর আগে