আওয়ামী লীগের নূর-ই-আলম চৌধুরীকে জাতীয় সংসদে চিফ হুইপ এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংসদে চিফ হুইপ ও পাঁচজন হুইপ নিয়োগ দিয়ে এ সংক্রান্ত পৃথক দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ওয়েস্টমিনস্টার ধাঁচের গণতন্ত্রে সংসদের মধ্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হুইপদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সব সদস্যকে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে ভোট দিতে আসা নিশ্চিত করার।
বাংলাদেশ (হুইপস অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নূর-ই-আলম চৌধুরীকে (মাদারীপুর-১) জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।
সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মাশরাফি ছাড়াও ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২) এবং নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) ও সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।
পাঁচ হুইপ নিয়োগের বিষয়ে পৃথক গেজেট প্রকাশ করা হয়।
একাদশ সংসদে নূর-ই-আলম চৌধুরীর পাশাপাশি চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।