জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির বর্ধিত করাসহ মোট ১৭টি হল এবং ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (৮ আগষ্ট) বিকালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষদ ও হল কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
জাবি শাখা ছাত্রদলের বরাতে জানা যায়, নতুন বর্ধিত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে ৭৫ জন এবং সদস্য হিসাবে ২৯৫ জন জায়গা পেয়েছেন।
এছাড়াও নতুন বর্ধিত কমিটি মোতাবেক ৬টি ছাত্রী হল হলো– নওয়াব ফয়জুন্নেসা হল, প্রীতিলতা হল, ১৩ নম্বর ছাত্রী হল, ফজিলতুন্নেসা হল, রোকেয়া হল ও বীর প্রতীক তারামন বিবি হল।
১১টি ছাত্র হল হলো– আল-বেরুনী হল, শহীদ সালাম বরকত হল, আ ফ ম কামাল উদ্দিন হল, মাওলানা ভাসানী হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, ১০ নম্বর ছাত্র হল, ২১ নম্বর ছাত্র হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ তাজউদ্দিন আহমেদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও মীর মোশাররফ হোসেন হল।
এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের জন্যও দুই সদস্যবিশিষ্ট আলাদা কমিটি গঠন করা হয়েছে।
পড়ুন: সাম্য হত্যার বিচারের দাবিতে জাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক নবগঠিত কমিটির নেতাদের দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আরও শক্তিশালী ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জাবি শাখা ছাত্রদলের নেতারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়।