বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি এ্যান জ্যাকবসন।
সোমবার (২১ জুলাই) রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তারা বৈঠক করেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তা জেমস স্টুয়ার্ট।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াতের প্রেস উইং।
বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের প্রেস ব্রিফিংয়ে বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে সংস্কার, নির্বাচনের প্রস্তুতি এবং কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা তা জানতে চেয়েছেন। আমাদের এ অঞ্চলে যে নিরাপত্তা ঝুঁকি আছে—সে ব্যাপারে উনারা আমাদের অবস্থান জানতে চেয়েছেন। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি ও বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছেন। আমরা এসব বিষয়ে তাদের অবহিত করেছি।
তিনি আরও বলেন, আমরা স্পষ্ট বলে দিয়েছি যে, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। আমরা মৌলিক সংস্কার চাই। বাংলাদেশে আর যেন কোনো দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির রাজনীতি ফিরে না আসে—সে ব্যাপারে আমরা শূন্য সহনশীল ভূমিকায় আছি। আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই।
ডা. তাহের বলেন, আমাদের অবস্থান সবসময় গণতন্ত্রের পক্ষে আছে। আমরা এটাও বলেছি যে, আমাদের বৈদেশিক নীতি হলো—সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। একটা প্রজন্মগত মানের যে তত্ত্ব ও ধারণা যেভাবে কাজ করে—আমরা সেভাবেই কাজ করতে চাই। এটি হতে হবে পারস্পরিক সম্মানসূক বোঝাপড়া ও যোগাযোগের মাধ্যমে।
তিনি আরও বলেন, আমরা এটাও বলেছি যে, সকল প্রতিবেশি দেশের সঙ্গে নিরাপত্তা ও অধিকারসহ অনুকূল পরিবেশে ভালো প্রতিবেশীর যে নীতি ও কৌশল রয়েছে—আমরা সেটাতে বিশ্বাস করি। মৌলিকভাবে এই কয়েকটি বিষয়ের উপর আলোচনা হয়েছে।
পড়ুন: উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত আছি: জামায়াত আমির