জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘বিরোধী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়। জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ হবে না, কারণ তার অবদান জাতির জন্য এব্ং কাজের জন্য ইতিহাসে স্থান করে নিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে 'স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় গয়েশ্বর এসব কথা বলেন।
আরও পড়ুন: শিগগিরই আন্দোলনের রূপরেখা প্রকাশ করবে বিএনপি: গয়েশ্বর
বিএনপির এই নেতা বলেন, ‘জিয়ার জীবন ও দেশের জন্য তার অবদান নিয়ে এক-দুই ঘণ্টায় আলোচনা করা যাবে না। দেশের প্রতি তার আত্মোৎসর্গ ছিল অভূতপূর্ব।’
তিনি বলেন, ‘দেশে জিয়াউর রহমানের নাম ও খ্যাতি সর্বজনবিদিত। তিনি তার কাজের জন্য মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে আছেন, যা কখনও ম্লান হবে না এবং কারো পক্ষে মুছে ফেলা সম্ভব নয়।’
গয়েশ্বর বলেন, ‘একজন মাঝারি রেঞ্জের সেনা কর্মকর্তা হিসেবে মেজর জিয়া কতটা সাহসী ছিলেন, তিনি একটি শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। মেজর জিয়ার সাহস বোঝার মতো একজন মানুষও আওয়ামী লীগে নেই।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের লিপির পাঠক ছিলেন না। তিনি ছিলেন ঘোষক এবং গণমানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।’
আরও পড়ুন: সরকার বিএনপির সংবেদনশীল জায়গায় আঘাত করছে: গয়েশ্বর
গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমানকে ছোট করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহান করা সম্ভব নয়। দেশে কেউ বঙ্গবন্ধু সম্পর্কে অপ্রীতিকর শব্দ ব্যবহার করে না।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ যখন মুক্তিযুদ্ধে যোগদানের অপেক্ষায় ছিল, তখন জিয়াউর রহমানের ঘোষণা তাদের প্রভাবিত করেছিলেন এবং তারা অংশগ্রহণ করেছিল।’
গয়েশ্বর বলেন, জিয়া জনগণের ভাষা ও মন বুঝতে পারতেন।
আরও পড়ুন: জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই: ফখরুল