জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিচ্ছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্বে দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৪টায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এই আলোচনায়র নেতৃত্ব দেবেন।
আলোচনায় বিএনপির অপর দুই প্রতিনিধি হচ্ছেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহুল্লাহ ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিএনপির গণমাধ্যম সেল সদস্য সৈয়দ সায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
গুরুত্বপূর্ণ জাতীয় সংস্কার নিয়ে একটি বিস্তৃত রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে চলতি বছরের শুরুতে শুরু হওয়া ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশন দেশের ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার আলোচনা সম্পন্ন করে।
এতে অধিকাংশ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হলেও কিছু গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে।