তার আইনজীবী তাহেরুল ইসলাম সকালে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলার আবেদনটি করেন।
তাহেরুল জানান, দক্ষিণ সিটি নির্বাচনে ‘অনিয়ম ও দুর্নীতি’ হওয়ায় তারা নির্বাচনের ফলাফলের গেজেট বাতিল চেয়ে আবেদন করেছেন।
তিনি বলেন, তারা চান আদালত যেন ১ ফেব্রুয়ারির নির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের আদেশ দেয়।
প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আরও পাঁচজনকে আবেদনে বিবাদী করা হয়েছে।
এর আগে সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ফেব্রুয়ারির নির্বাচনের গেজেট বাতিল চেয়ে আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা ২৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি এবং ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যথাক্রমে আতিকুল ইসলাম এবং ফজলে নূর তাপস জয়ী হন। এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়।