দিনাজপুরের-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী মাহবুবুল আলম।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিরলে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে চাপ, হুমকি বা ভয়ভীতির কোনো কারণ নেই বলে নিশ্চিত করেছেন জাপার এই প্রার্থী।
নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর কারণ জানতে চাইলে মাহবুবুল আলম বলেন, সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
আরও পড়ুন: সারাদেশে জাপা প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে: জিএম কাদের
তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় সমঝোতা করেই তো নির্বাচন করছে। তাহলে ভোটাররা কাকে ভোট দেবে নৌকা না লাঙলে? এ ধরনের প্রশ্নের জবাব দিতে বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।
ভোটারদের কাছে ভোট চাইতে আর কোনো প্রচার চালাবেন না বলেও জানান লাঙলের এই প্রার্থী।
আরও পড়ুন: কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন হাসপাতালে