আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার বলেছেন, বিএনপি বরাবরই সহিংস আন্দোলনে ভালো এবং এখন আবার বিশৃঙ্খলা সৃষ্টির দিকে এগোচ্ছে।
সোমবার অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সড়ক ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি বিদেশিদের সমর্থন নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। তবে তিনি যদি রাজনীতি করতে চান তবে তিনি করতে পারেন।
তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অথচ আওয়ামী লীগ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে।
আরও পড়ুন: বিএনপি গোপনে দূতাবাসে আসে, আর নিমন্ত্রণ পেয়ে বৈঠকে এসেছে আ.লীগ: কাদের
আগামী সাধারণ নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি পথ হারিয়ে এখন পদযাত্রায় ডুবে গেছে, রাজনীতিতে টিকে থাকার জন্য নির্বাচনে অংশ নেয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।
এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, সমাবেশ বা সভা করার জন্য অনেক লোকের প্রয়োজন হয়, কিন্তু সংঘর্ষের জন্য দুই বা চারজনই যথেষ্ট।
তিনি আরও বলেন, বিএনপি অতীত থেকে সন্ত্রাসবাদের শিক্ষা নিয়েছে এবং তারা আবারও সংঘাত সৃষ্টি করতে পারে।
কাদের বলেন, যাদের ঘরে গণতন্ত্র নেই, তারা কেন দেশের গণতন্ত্র চাইবে?
তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনার আগেরগুলোর থেকে সম্পূর্ণ আলাদা।
আরও পড়ুন: আ.লীগ নেতারা কখনো দেশ ছেড়ে পালাবেন না: ওবায়দুল কাদের