বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, দেশে আওয়ামী লীগ স্টাইলের গণতন্ত্র চলছে।
বুধবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য না থাকায় বাংলাদেশের জাতীয় সংসদ অনন্য।
তিনি বলেন, ‘এ এক অদ্ভুত ধরনের সংসদ, যেখানে ক্ষমতাসীন দলের রয়েছে ৩৩৭টি আসন, আর তাদের দয়ায় বিরোধী দলের আছে ১৩টি আসন। স্বতন্ত্র সংসদ সদস্যরা ভিন্ন নয়, যেহেতু তারা আওয়ামী লীগের।’
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহের পেছনে ছিল আ. লীগ সরকার: রিজভী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, ‘এ ধরনের গণতন্ত্রের জন্য আমরা ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করিনি। ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠিত হলে আমাদের গণতন্ত্র সমাহিত হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতায়ন ও ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।’
তিনি আরও বলেন, পরবর্তীতে ১৯৮২ সালে স্বৈরাচারী এইচ এম এরশাদ আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দেয় এবং ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া তা আবার ফিরিয়ে আনেন।
দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল এত ত্যাগ স্বীকার করেনি উল্লেখ করে নজরুল বলেন, তাদের হাজার হাজার নেতা-কর্মী কারাগারে এবং বেগম জিয়া ও তারেক রহমানকে ‘মিথ্যা’ মামলায় দোষী করা হয়েছে।
তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মজিবুর রহমান ও সিনিয়র সদস্য মিলন ইসলাম খান।
আরও পড়ুন: সরকারের ব্যর্থতা ঢাকতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিএনপিকে দায়ী করছেন প্রধানমন্ত্রী: রিজভী