আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ ও গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
তিনি বলেন, এই দেশের মুক্তিযোদ্ধাদের বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে, গণতন্ত্রকে বাঁচাতে হলে, দেশের অর্জনকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। সংগ্রামী, সৎ ও পরীক্ষিতদের নেতৃত্বে আনতে হবে। যারা নৌকার বিরোধিতা করেছে তাদেরকে কোনোভাবেই নতুন কমিটিতে রাখা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে সেতুমন্ত্রী এই সব কথা বলেন।
আরও পড়ুন: যথাসময়ে নির্বাচন হবে: কাদের
সরকার দলের এই নেতা বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দেখে না তারা দিনের আলোতে অন্ধকার দেখে।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণ পদ্মা সেতুর জন্য চাতকের মতো চেয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুনের শেষের দিকে বহু প্রতিক্ষিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন বলে সেতুমন্ত্রী জানান।