গত ৩০ জানুয়ারি শুরু হওয়া দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন ২২ কার্যদিবস পর মুলতবি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির স্থগিতাদেশ পাঠ করেন।
এর আগে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।
আরও পড়ুন: অগ্নি নিরাপত্তা অভিযানে সমন্বয়ের অভাব রয়েছে: সংসদে চুন্নুর অভিযোগ
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৯ ঘণ্টা ধরে চলা ধন্যবাদ প্রস্তাবে ২৬৮ জন সংসদ সদস্য অংশ নেন।
সংবিধানের আলোকে এই অধিবেশনের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
এ অধিবেশনে 'দ্রুত বিচার আইন' ও 'অফশোর ব্যাংকিং বিল' নামে দুটি বিল পাস হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য মোট ৮৬টি প্রশ্ন পাওয়া যায় এবং তিনি ৪৫টি প্রশ্নের উত্তর দেন। অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮২২টি প্রশ্ন পাওয়া যায় এবং উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা ছিল ১ হাজার ৮০টি।