প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে নয়, এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও নয়।
তিনি বলেন, কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে যায়নি। এমনকি যে নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট, সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবন মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করার জন্য আয়োজিত ধন্যবাদ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক ছিল না, কারণ একটি বড় দল শুধু নির্বাচন বর্জনই করেনি, বরং এটি যাতে অনুষ্ঠিত না হয় এবং তারা এটিকে প্রতিহত করতে চেয়েছিল।
আরও পড়ুন: ভোটার উপস্থিতির হারকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে: সিইসি
তিনি বলেন, 'নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জাতি সন্তুষ্ট হয়েছে।’
অপবাদ ও বদনাম দুটোই নিতে হয় উল্লেখ করে তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া এত বড় একটি কাজ সফল করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জাতি এই সংকট কাটিয়ে উঠেছে।’
রাজনীতিবিদদের আস্থা না থাকলে নির্বাচন কমিশন গ্রহণযোগ্যতা পায় না।
আরও পড়ুন: নির্বাচন ২০২৪: ঢাকা বিভাগের বিজয়ীদের তালিকা
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, ‘বিশ্বাস নিয়ে কাজ করে সফল হয়েছি। আমি যে স্ট্যান্ডার্ডে পৌঁছেছি সেখান থেকে নিচে নামতে পারি না। আমরা দেখবো কিভাবে এই কমিশন কাজ করে। এটা ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
আরেক কমিশনার আনিসুর রহমান বলেন, তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে তারা সিদ্ধান্ত নেবেন বলে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
‘চ্যালেঞ্জ করলে আমরা সেটা দেখাতে পারি। এবারই প্রথম প্রতিটি আসনে গঠিত নির্বাচনী তদন্ত কমিটি কাজ করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও ভালো কাজ করেছেন।’
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, দল নিবন্ধন, ভোটার তালিকা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ, সংলাপ ও পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন করেছি।
ইসি সচিব জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনাররাও বক্তব্য দেন।
আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন ছিল একতরফা ও কৃত্রিম প্রতিযোগিতা: টিআইবি