প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ও সুষ্ঠু হবে।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও প্রার্থীরা প্রতিযোগিতামূলক নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমরা যদি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারি, তাহলে ভোটাররা ভোটকেন্দ্রে আসবে।’
বুধবার(২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রাজশাহীর ছয়টি আসনের সব প্রার্থীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি হাবিবুল আউয়াল বলেন, আলোচনায় প্রার্থীরা তাদের বিষয়গুলো তুলে ধরেন এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: জেলা পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে সারাদেশে যাচ্ছে ইসি
তিনি বলেন, 'নির্বাচনের সুষ্ঠুতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে প্রার্থীদের উৎসাহিত করা হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে খোলামেলা যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে তাদের সহযোগিতা কামনা করা হচ্ছে।’
তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল নির্বাচন নিশ্চিত হবে।
সিইসি বলেন, ‘নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের সকল প্রচেষ্টায় নির্বাচন সফল হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই।’
এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বেলা ১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনায় অংশ নেন সিইসি।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ইনসানিয়াত বিপ্লবের করা রিটের শুনানি বুধবার