জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নতুন বাংলাদেশের প্রতিটি প্রান্তর হবে বৈষম্যহীন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ জনপদ।
তিনি বলেন, ‘এই জনপদে মানুষের অধিকার নিশ্চিতে কারো কাছে ধর্না দিতে হবে না। জনপ্রতিনিধিরা শাসক নয় হবে খাদেম। জামায়াত সে ধরনের সমাজ কায়েমে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’
১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশ উপলক্ষে বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় সমাবেশ বাস্তবায়নে ইউনিট দায়িত্বশীল সমাবেশ ও গণসংযোগ করেন তিনি। পরে মিছিল নিয়ে ফার্মগেটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সেলিম উদ্দিন।
দেশবাসীকে বিশেষ করে রাজধানীবাসীকে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগদানের আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ।