অস্ত্রের মুখে প্রার্থীতা প্রত্যাহারপত্রে সই করানোর অভিযোগে নাটোরের বাগাতিপাড়া উপজেলা তাঁতী লীগ সভাপতি শামসুজ্জামান মোহনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আরও পড়ুন: গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: আ’লীগ নেতা আটক
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গত ১০ নভেম্বর রাতে উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালী এলাকায় পিস্তল ঠেঁকিয়ে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বানীর কাছ থেকে প্রার্থীতা প্রত্যাহারপত্রে সই করিয়ে নেয় মোহনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এ ঘটনায় গোলাম রাব্বানী থানায় অভিযোগ করলে শনিবার মোহনকে করা হয়।
আরও পড়ুন: ফেনীতে ‘ভাতিজিকে ধর্ষণের’ অভিযোগে আ’লীগ নেতা আটক
গত ১১ নভেম্বর ইউনিয়ন নির্বাচনে জামনগর ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও আওয়ামী লীগের বিদ্রোহী শাহ আলম নির্বাচন করছেন।