ভেজালমুক্ত খাদ্য বাজারজাতকরণ নিশ্চিত করতে মনিটরিং বাড়ানোর সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রবিবার (২৬ মে) শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে পূর্বে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করে, আমদানি করা খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং খাদ্য অপচয় রোধে জনসচেতনতা বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন হওয়ায় ২০২৩-২৪ অর্থবছরে কোনো চাল আমদানি করতে হয়নি। তবে ভবিষ্যতে আমদানি করা যেকোনো খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে কমিটি।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনা রোধে সেন্সর ব্যবস্থা চালুর সুপারিশ রেলপথ সংসদীয় কমিটির
সভায় খাদ্য অপচয় নিরুৎসাহিত করতে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
এছাড়াও হোটেল, রেস্তোরাঁ, বিয়ে, পিকনিক ও সামাজিক অনুষ্ঠানে খাদ্যের অপচয় রোধে গণমাধ্যমকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক কার্যক্রম চালুর সুপারিশ করা হয়।
বৈঠকে ছিলেন- কমিটির সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মো. মকবুল হোসেন, মোস্তফা আলম, আবদুল কালাম, আহসানুল হক চৌধুরী, এসএম কামাল হোসেন এবং খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন: জরুরি ভিত্তিতে অবৈধ বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সুপারিশ সংসদীয় কমিটির