নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজার নির্বাচনী প্রচারের সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার ৪ সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(২৭ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান এই জরিমানা করেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন: মাশরাফির আয় গতবারের চেয়ে অর্ধেকের বেশি কমেছে
তিনি জানান, নড়াইল-২ আসনে নির্বাচনী আচরণবিধি মেনে চলা নিশ্চিত করতে নিয়মিত প্রচারের অংশ হিসেবে বুধবার রাতে নগরীর হাতির বাগান এলাকায় অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, গাড়িতে নৌকা প্রতীকের স্টিকার লাগানোর দায়ে মাশরাফির চার সমর্থককে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
তাদের এই অপরাধের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়েছে বলেও জানান আনিসুর।
আরও পড়ুন: ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান মাশরাফির