নির্বাচন বানচালে অশুভ শক্তি মোকাবিলায় পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, দ্বাদশ নির্বাচন বানচালের মাধ্যমে দেশে অচলাবস্থা সৃষ্টি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে থামিয়ে দিতে দেশে অশুভ শক্তির অপতৎপরতা চলছে। বাসে-ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা ও দেশের সম্পদ বিনষ্টের মাধ্যমে বিএনপি-জামায়াতের যে অপশক্তি তৎপর হয়ে উঠেছে, তাদের সে অপতৎপরতা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জনসচেতনতার মাধ্যমে রুখে দিতে হবে।
তিনি শনিবার (২৩ ডিসেম্বর) রাতে নবপ্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী ঘরানার প্রগতিশীল পেশাজীবীদের সংগঠন প্রগতিশীল পেশাজীবী পরিষদের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, বিএনপি-জামায়াত জোট বেঁধেছে দেশকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ বীর বাঙালিকে নিয়ে জোট বেঁধেছে সুরক্ষার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের জাতিসত্তার সুরক্ষা হবে এবং ৭১’র পরাজিত অপশক্তির চির সমাধি হবে। তাই শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির উজ্জ্বল ভবিষ্যৎ উদ্ধারে শরিক হন।
তিনি আরও বলেন, কোনো একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। এই অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায়, পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলুন। সভা-সেমিনারও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নতুন শিক্ষা কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে ধারণা ও অপপ্রচারের জবাব দিতে পেশাজীবীদের প্রতি অনুরোধ জানান।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিনের সভাপতিত্বে এবং প্রগতিশীল পেশাজীবী পরিষদের মহাসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ডিন ড. মো. সেকান্দর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক (ক্যাপ এডমিন) প্রফেসর আব্দুল হক, সাবেক সিন্ডিকেট মেম্বার খসরুল আলম কুদ্দুসি, সাবেক সাধারণ সম্পাদক ড. সুকান্ত ভট্টাচার্য, চবি চারুকলা শিল্পী অধ্যাপক জসিম উদ্দিন, নাট্য সংগঠক ও নির্দেশক প্রফেসর ড. কুন্তল বড়ুয়া।
মতবিনিময় সভায় সাংস্কৃতিককর্মী অ্যাডভোকেট মিলি চৌধুরী, বাচিকশিল্পী অঞ্চল চৌধুরী, প্রমা অবন্তি, নাট্য নির্দেশক শুভ্রা বিশ্বাস, আইএবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর সেন, অধ্যাপক মাসুম আহমেদ, অ্যাডভোকেট নোমান চৌধুরী, অ্যাডভোকেট রুবেল দেসহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।