দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে দাফন করা হয়েছে।
মঙ্গলবার সাঈদীর ফাউন্ডেশন প্রাঙ্গণে বড় ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়।
আজ দুপুর ১টার দিকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মুজিবুর রহমান তার নামাজে জানাজা পরিচালনা করেন।
আরও পড়ুন: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিএসএমএমইউর সামনের সড়কে অন্তত দু’টি মোটরসাইকেলে আগুন দেয় এবং সাঈদীর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সকে ঘিরে বিক্ষোভ করে।
সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক
২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
এর আগে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০