নাশকতার মামলায় বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৯) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১২। তারা রবিবার সকালে বগুড়া সদর থানায় হস্তান্তর করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মিজান বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিম পাড়ার মৃত আফসার আলীর ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর সদস্যরা। তার নামে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।
তিনি জানান, অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কের বাঘোপাড়া ও দিঘলকান্দি এলাকায় একটি কাভার্ড ভ্যান এবং দুইটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় অবরোধকারীরা। এসব ঘটনায় বগুড়া সদর থানায় চারটি মামলা হয়েছে। এই চার মামলার অন্যতম আসামি মিজান।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান বলেছেন, মিজানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলা ও গ্রেপ্তার করে সরকার পতনের আন্দোলন থামানো যাবে না।