আগামী ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে মোট ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
মো. হুমায়ুন কবির জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ১০ জন, ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন।
আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
এর আগে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার এবং স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার, লুৎফর কবির, মো. আসাদুজ্জামান ও নেছার উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।
এদিকে ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৬ জন এবং সংরক্ষিত ১০টি আসনে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির জানান, প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘বিগত দিনে নির্বাচনে কি হয়েছে না হয়েছে সেটা দেখার বিষয় না। এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন উপহার দেয়ায় আমরা অঙ্গীকারবদ্ধ।’
তফসিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্ধ। ১২ জুন ভোট গ্রহণ হবে।
আরও পড়ুন: খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা