রাজধানীর মৎস্য ভবন এলাকায় সোমবার বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ।
এতে জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ ২৩ নেতা-কর্মী আহত হয়েছেন।
এলডিএ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের প্রতিবাদে এবং এই নির্বাচনকে ‘গণতন্ত্রের কালো দিবস’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করে।
পুলিশের উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান, মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে বেলা ১টায় মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়, বলেন তিনি।
সাজ্জাদুর রহমান দাবি করেন, আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
সংঘর্ষের সময় পুলিশের দুজন সদস্য আহত হন এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে, যোগ করেন তিনি।