আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের অভ্যন্তরীণ রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা নেই, কারণ দলটি একজন দণ্ডিত পলাতক আসামির প্রেসক্রিপশনে চলে।
এক বিবৃতিতে আ.লীগ নেতা বলেন, ‘আমরা মির্জা ফখরুল আলমগীরের কষ্ট বুঝি। আসলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলের মত প্রকাশের স্বাধীনতা নেই। ফখরুল সাহেব সুদূর লন্ডন থেকে আসা সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের অভিযোগ করেন, সনদের পরিপন্থী অগণতান্ত্রিক উপায়ে কমিটি গঠন ও বিলুপ্তি, বহিষ্কার ও পুরস্কার নির্ধারণ এবং ব্যবসা কেন্দ্রিক কমিটি ও মনোনয়ন দেয়া হয়।
জনগণের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ফখরুল তার দলের অভ্যন্তরীণ রাজনীতিতে জনগণের বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে এক ফ্রেমে বন্দী করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সুতরাং মির্জা ফখরুল তোতাপাখির মতো সরকারের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছেন।’
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে জনগণের আশা-আকাঙ্খাকে সামনে রেখে সরকার পরিচালনা করছেন।
জনগণের আশা-আকাঙ্খা পূরণে জনগণকে নীরব রাখার জন্য নয়, সরকারের যাবতীয় প্রচেষ্টা পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বিএনপির বিগত শাসনামলের দুঃশাসনের সমালোচনা করে বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ, মানব-কল্যাণ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। জয় আমাদেরই হবে ইনশাআল্লাহ ‘ ।
ইউএনবি/জেএ