বিরোধী দলের নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের নিন্দা জানিয়ে মঙ্গলবার (১০ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এটা বিএনপির সিনিয়র নেতাদের হত্যার হুমকি।
তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন যে লাঠিপেটা না করে মাথায় ইউরেনিয়াম ঢেলে আমাদের শান্ত করবেন। আমি তাকে জিজ্ঞেস করতে চাই: ইউরেনিয়াম কী এবং এর ধরন সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে। এটা একজন পাগলের প্রলাপ।’
এক আলোচনা সভায় বিএনপি নেতা বলেন, ইউরেনিয়াম কারো গায়ে ঢাললে তার পার্শ্বপ্রতিক্রিয়ায় মানুষ মারা যেতে পারে।
তিনি বলেন, ‘তাহলে আপনি (বিএনপি নেতাদের) হত্যার হুমকি দিচ্ছেন না? আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে হত্যার হুমকি দিয়েছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনি আমাদের স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে হত্যার হুমকি দিয়েছেন।’
এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি) কর্মী নাজির উদ্দিন আহমেদ জেহাদের স্মরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জিহাদ স্মৃতি পরিষদ।
এর আগে সোমবার আওয়ামী লীগের ঢাকা উত্তর মহানগর শাখার এক কর্মসূচিতে ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র বন্ধের চেষ্টা করলে বিএনপি নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেবেন।
কাদের বলেন, ‘ইওতামধ্যে রাশিয়া থেকে ইউরেনিয়ামের দুটি চালান দেশে এসেছে। আমরা ফখরুল, মঈন খান, গয়েশ্বর, আব্বাস ও পাগলা রিজভীর মাথায় কিছু ইউরেনিয়াম ঢেলে দেব। যারা বাড়াবাড়ি করবে, আমরা লাঠি দিয়ে পেটানোর বদলে মাথায় ইউরেনিয়াম ঢেলে তাদের শান্ত করব।’
আব্বাস স্মরণ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
তিনি বলেন, ‘আমরা তা (খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি) ভুলিনি। আপনারা এখন ইউরেনিয়াম হুমকি জারি করেছেন… আপনারা কি শুরু করেছেন? রাজনীতি করুন এবং রাজনৈতিক ভাষায় কথা বলুন এবং রাজনৈতিক শিষ্টাচারের সঙ্গে কথা বলতে শিখুন।’
আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা এই ধরনের ঘৃণ্য মন্তব্যের জন্য ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আমরা এবার আর তাদের (আ.লীগ নেতাদের) রেহাই দেবো না।
তিনি দাবি করেন, বিএনপি ভদ্র মানুষের দল, আর আওয়ামী লীগ অসভ্য মানুষের দল। আমরাও (বিএনপি নেতারা) গালিগালাজ করতে জানি, কিন্তু বিএনপি ভদ্রলোকদের দল বলে আমরা তা করি না।
এসময় আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি নেতাকর্মীদের নতুন শক্তি ও সাহস নিয়ে রাজপথে নামতে আহ্বান জানান তিনি।