বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংসগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ আজ শনিবার দুপুরে শুরু হবে।
বর্তমান সরকারের অপসারণ ও নির্বাচনকালীন সরকার নিয়োগের এক দফা দাবি আদায়ের প্রতিবাদে এ রোডমার্চের আয়োজন করা হয়।
আজ সকালে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: বিএনপির সহযোগী সংগঠনগুলো ১৬-১৭ সেপ্টেম্বর রোডমার্চ করবে
বেলা ১২টায় রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ কর্মসূচি শুরু করবেন তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে রোডমার্চের উদ্বোধন করবেন এবং বিএনপির সিনিয়র নেতারাও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বিচারব্যবস্থা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে: ফখরুল
এর আগে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ১৩ সেপ্টেম্বর রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন।
রোডমার্চ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
১৭ সেপ্টেম্বর রোডমার্চ বগুড়া থেকে শুরু হয়ে সান্তাহার হয়ে নওগাঁ থেকে রাজশাহীতে গিয়ে শেষ হবে এবং ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট হয়ে রোডমার্চ শুরু হবে।
এছাড়া ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর, নোয়াপাড়া ও খুলনা হয়ে রোডমার্চ শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম হয়ে রোডমার্চ শুরু হবে।
আরও পড়ুন: অধিকারের আদিলুর ও নাসিরউদ্দিনের মুক্তি দাবি ফখরুলের