বিএনপির সাত সংসদ সদস্য ইমেইলে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
শনিবার গোলাপবাগের দলীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী সংসদ সদস্যরা হলেন- মো. জাহিদুর রহমান, ঠাকুরগাঁও-৩; মো. মোশারফ হোসেন, বগুড়া-৪; গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬; মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-২; মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩; আবদুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৩; এবং রুমিন ফারহানা, মহিলা সংরক্ষিত আসন।
তিনি বলেন, সংসদ সদস্যরা ইমেইলের মাধ্যমে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং আগামীকাল সংসদের স্পিকারের কাছে শারীরিকভাবে তা জমা দেবেন।
আরও পড়ুন: বিএনপির সংসদ সদস্যদের আজ পদত্যাগের সম্ভাবনা রয়েছে
বিএনপির এই নেত্রী বলেন, ‘আমরা এমপি হয়ে লাভবান হচ্ছি না। আমরা কতটা জায়গা পাই সেটা দেখার জন্য সংসদে যোগ দিয়েছি। কিন্তু সবই একই, এমপি হওয়া বা না হওয়া, তাই আমরা পদত্যাগের ঘোষণা দিয়েছি।’
এর আগে বিএনপির সংসদ সদস্যদের সংসদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। কারণ দলটি আজকের সমাবেশ থেকে সংসদ ভেঙে দেয়াসহ ১০ দফা দাবি ঘোষণা করবে।
বিএনপি তাদের বিভাগীয় শেষ গণসমাবেশ করছে যেখান থেকে দলটি তাদের দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেবে।
আরও পড়ুন: বিএনপির বহুল আলোচিত ঢাকা সমাবেশ শুরু, ১০ দফা দাবি জানাতে পারেন মোশাররফ
গোলাপবাগ মাঠে বিএনপির হাজারো নেতাকর্মী, সমাবেশের জন্য প্রস্তুত