বিএনপিকে মৃতপ্রায় ব্যাটারির পুরোনো গাড়ির সঙ্গে তুলনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) পুরোনো গাড়ির মতো বসে আছে এবং তাদের ব্যাটারি যাতে নষ্ট না হয়ে যায় তা নিশ্চিত করার জন্য অনেকগুলো প্রোগ্রাম করেছে। তবে আপনি যতই পুরোনো গাড়ি চালু করার চেষ্টা করুন এবং এর ব্যাটারি চার্জ করুন না কেন, চলার সময় হঠাৎ থেমে যাবে। বিএনপি পুরোনো গাড়ির মতো কয়েকদিন পর হঠাৎ থেমে যাবে। তারা আন্দোলনকে এগিয়ে নিতে পারবে না।’
আরও পড়ুন: তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে হাসান মাহমুদ এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনসহ অন্যান্য নেতারা।
আরও পড়ুন: আগস্ট মাস ঘিরে বিএনপি-জামায়াতের নেতৃত্বে নাশকতার ছক আঁকা হয়েছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, ‘আপনি জানেন যে, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আসন্ন নির্বাচনে নাশকতার উদ্দেশ্য নিয়ে বিএনপি দেশে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে। ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব আছে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। সেজন্য কর্মসূচি হিসেবে নয়, শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: সর্বজনীন পেনশন চালুকে অভিনন্দন জানাতে ব্যর্থ বিএনপি: তথ্যমন্ত্রী
তিনি বলেন, তারা ডিসেম্বরে বলেছিল নয়া পল্টনের সামনে জনসভা হবে এবং সেখান থেকে কোনো অবস্থাতেই যাবে না। তারা বিভিন্ন সময় সরকারকে ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। বিএনপির নিজেরই দম ফুরিয়ে গেছে। তাদের সমাবেশে আগের মতো লোক নেই। ভিসা নীতি নিয়ে তাদের এত খুশি হওয়ারও দরকার নেই।’