বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর দেশব্যাপী ডাকা চতুর্থ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।
রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
পদত্যাগ করে নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন আয়োজন করতে সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যেই এই অবরোধের ডাক দিয়েছে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো।
আরও পড়ুন: রবিবার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপিসহ সমমনা দলগুলোর
আগের তিনটি অবরোধের তুলনায় সোমবার ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা একটু বেশি।
অফিসগামী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের তাদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে।
রবিবার রাতে রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
আরও পড়ুন: বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলের তৃতীয় সপ্তাহের অবরোধ শুরু রবিবার
অবরোধ শুরুর আগে শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী, নটরডেম কলেজের কাছে, রূপনগর, সূত্রাপুর ও মিরপুর এলাকায় সাতটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়।
শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ সফল করতে দেশবাসী ও বিএনপি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন এই অবরোধের আওতাবহির্ভূত থাকবে বলেও জানান তিনি।
এর আগে গত ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দুই দফা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ ও ৩১ অক্টোবর থেকে তিন দিনের দেশব্যাপী অবরোধ ঘোষণা করে বিএনপি ও জামায়াতে ইসলামী।
অবরোধের সময় ব্যাপক সংঘর্ষ, সহিংসতা এবং বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আরও পড়ুন: একতরফা নির্বাচনের লক্ষ্যেই বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ: রিজভী