কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।
বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক সাক্কুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি নেতাকর্মীদের এখন থেকে সাক্কুর সঙ্গে সব ধরনের যোগাযোগ ছিন্ন করতে বলা হয়েছে।
কুমিল্লা সিটির দুই বারের মেয়র সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হয়েছেন।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে সাক্কুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দলের একজন সিনিয়র নেতা জানান, সাক্কু দীর্ঘদিন ধরে বিএনপি থেকে দূরত্ব বজায় রেখে দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, ২০১৭ সালের মে মাসে দ্বিতীয়বারের মতো কুমিল্লা সিটি মেয়র হিসেবে শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে আশীর্বাদ চেয়েছিলেন বলে বিএনপি নেতাকর্মীরা সাক্কুর সমালোচনা করেছিলেন।
পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন বলে জানা গেছে।
এছাড়া সাক্কু দলীয় সভা-সমাবেশে যোগ দিচ্ছেন না বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে অংশ না নেয়া এবং দলের নেতাকর্মীদের উপেক্ষা করায় সাক্কুর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতারাও কেন্দ্রীয় নেতাদের কাছে বিভিন্ন অভিযোগ করেছেন।
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি নিজামউদ্দিন কায়সারকে আজীবন বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল।
আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার
স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কুমিল্লা সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় কায়সারকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কুমিল্লা সিটি নির্বাচনে কোনো ধরনের প্রচার-প্রচারণা না চালানো এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন পারভেজকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপির আরও ৪ নেতা বহিষ্কার