আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা রক্ষায় বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে।
বিএনপিকে জাতির প্রধান শত্রু আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, 'আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য অবরোধ ঘোষণা করেছে দলটি।’
শুক্রবার(৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'গত ২৮ অক্টোবর ২৪ জন সাংবাদিকের ওপর নৃশংস হামলা হয়েছে। একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, একটি হাসপাতালে হামলা হয়েছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে। তারা পার্ক করা একটি বাসে আগুন ধরিয়ে দেয়, ভেতরে ঘুমন্ত হেলপারকে হত্যা করে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করায় বিএনপির নিন্দা ওবায়দুল কাদেরের
কাদের বলেন, যারা এসব অপকর্মের নেতৃত্ব দিয়েছে তাদের গ্রেপ্তার করা কিভাবে নিপীড়নমূলক?
এ ধরনের সহিংসতা করার পর তারা কীভাবে দায় এড়াতে পারে?এসবের ন্যায়বিচার কি হবে না? সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
রবিবার থেকে বিএনপি দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, 'তারা যত ইচ্ছা অবরোধ ঘোষণা করতে পারে। তারা (বিএনপি) ইতোমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে।’
বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘হয় তারা জেলে থাকবে, না হয় পলাতক থাকবে। তারা সম্ভবত হিন্দি (ভারতীয়) সিরিয়াল দেখবে।’
আরও পড়ুন: বিএনপির মতো ‘সন্ত্রাসী দলের’ সঙ্গে কোনো সংলাপ হবে না: কাদের
ওবায়দুল কাদের আরও অভিযোগ করেন, বিএনপি তাদের পক্ষ থেকে সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের জন্য লোক নিয়োগ করছে।
জেলহত্যা দিবস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, '১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা ছিল ১৫ আগস্টের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এরপর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ‘
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে ১৯৭৫ ও ১৯৭৫ পরবর্তী হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করা হয়েছিল।
কাদের বলেন, সেই পরাজিত শক্তি বারবার জাতির আত্মা ও চেতনাকে আক্রমণ করছে। তারা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে।
এই সাম্প্রদায়িক অপশক্তিকে বিএনপি আশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, '১৯৭৫ সালে যারা নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিশ্বস্ত মিত্র বিএনপি। ২৮ অক্টোবর তা আবার প্রমাণিত হয়। আর এ কারণেই তারা জাতির প্রধান শত্রু।’
আরও পড়ুন: জাতিসংঘের কোনো কার্যকারিতা বাস্তবে নেই : ওবায়দুল কাদের