বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর সারাদেশে ডাকা আরেকটি সড়ক-রেল-নৌপথ অবরোধ চলছে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে দিনব্যাপী এ অবরোধ পালন করছে দলগুলো।
গত ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলন ঘোষণার পর এটিই প্রথম অবরোধ কর্মসূচি। এর আগে গত ৩১ অক্টোবর থেকে বিরোধী দলগুলো ১১ দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে। সে অনুযায়ী এটি আন্দোলনকারীদের দ্বাদশ অবরোধ কর্মসূচি।
সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে সন্ধ্যা ৬টায়।
আরও পড়ুন: রবিবার ফের বিএনপির অবরোধ
উত্তেজনা ও অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাস্তায় টহল দিতে দেখা গেছে এবং ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে।
সংবাদপত্র, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন অবরোধের আওতাবহির্ভূত থাকবে।
এদিকে অবরোধের প্রাক্কালে শনিবার রাতে রাজধানীর গুলিস্তান, মিরপুর ও কলাবাগান এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: আ. লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে: ড. মঈন খান