বিরোধীদল বিএনপিকে বিদেশিদের সঙ্গে লবিং না করে ক্ষমতায় আসতে জনগণের সমর্থন আদায়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলের সাম্প্রতিক বৈঠকের বিষয়ে বুধবার সাংবাদিকরা তার মন্তব্য জানতে চাইলে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা উচিত নয়।
হাছান বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে বিএনপি বারবার বিদেশিদের কাছে গিয়ে দেশকে অপমান করে চলেছে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দলকে বহিরাগতদের সাহায্য নিতে পছন্দ করে না।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জনগণ ভোট দেবে, বিদেশিরা নয়।’
এর আগে হাছান ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এ অনুষ্ঠানে তথ্যসচিব মকবুল হোসেনও উপস্থিত ছিলেন।